একীভূত হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়

  • Emad Buppy
  • February 10, 2014
  • Comments Off on একীভূত হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়
Govt.

Govt.ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়কে একীভূত করে একটি নতুন মন্ত্রণালয় গঠন করেছে সরকার। সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, একীভূত এই দপ্তর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নামে কার্যক্রম চালাবে। এর আওতায় থাকবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নিবাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন। এই মেয়াদে সরকার গঠনের পর আব্দুল লতিফ সিদ্দিকী একইসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর জুনাইদ আহমেদ পলক পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব।

আওয়ামী লীগের গত মেয়াদে ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদাই ছিল।

কেএফ