ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

dse index

dse1সোমবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা দিয়ে লেনদেন শুরু হয়েছিলো। বেলা সাড়ে বারোটা পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। ডিএসইএক্স সূচক বেড়েছে ৬ পয়েন্ট। আর সিএসই সার্বিক সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।

ডিএসইতে এই সময়ে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮ লাখ টাকা। ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৪ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এমআরবি/