
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ডিলসকে চার মামলায় নয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন সুলতানা এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে ডিলসকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে চার মামলায় পৃথকভাবে সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন সরকার ও অলি উদ্দিন আকবর।
শুনানি শেষে আদালত নয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে একটি মামলায় তিনদিন এবং অন্য তিনটি মামলায় দুই দিন করে জিজ্ঞাবাদের জন্য অনুমতি দেন আদালত।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শামসুন নুর বলেন, আদালতের রিমান্ড মঞ্জুর হওয়ার আদেশ এখনও আমাদের কাছে এসে পৌঁছাইনি। আদেশ আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত,গত বুধবার নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে ডিলসকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ০২ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংঘর্ষের সময় তাকে ঢিল ছুড়তে দেখা গেছে। তবে অস্ত্রধারী কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।