যুদ্ধাপরাধ মামলার আসামি ইউসুফ মারা গেছেন

একেএম ইউসুফ

একেএম ইউসুফমারা গেছেন মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফ। তিনি আজ সকালে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকালে গাজীপুরের কাশিমপুর হাসপাতালে তিনি অসুস্থ্ হয়ে পড়ে। কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গত বছরের ১ আগস্ট  মু্ক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় একেএম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তার বিরুদ্ধে ১৩ টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৭০০ জনকে গণহত্যা, ৮ জনকে হত্যা, ২০০ হিন্দু লোককে জোর করে ধর্মান্তরিত করাসহ ৩০০ বাড়ি, ৪০০ দোকান লুট ও অগ্নিসংযোগের ঘটনা।
উল্লেখ্য, গত ১২ মে এই জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের আদেশের প্রায় এক ঘণ্টার মধ্যেই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গত ১ জুলাই জামায়াত নেতা ইউসুফের মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ স্থানান্তর করা হয়।
এস আর/