মঙ্গলবার চালু হচ্ছে ডিএসইর নতুন সার্ভিলেন্স সফটওয়্যার

  • mukto rani
  • February 9, 2014
  • Comments Off on মঙ্গলবার চালু হচ্ছে ডিএসইর নতুন সার্ভিলেন্স সফটওয়্যার
dse

dseঅবশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হচ্ছে নতুন সার্ভিলেন্স সফটওয়্যার। আগামি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সফটওয়্যার চালু হবে। ডিএসইর জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম টিটু অর্থসূচককে বলেন, এ সফটওয়্যারটি চালু করলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।এছাড়া খুব কম সময়ের মধ্যে বাজারে অস্বাভাবিক লেনদেনের সাথে জড়িত কারসাজি চক্রকে শনাক্ত করা যাবে।

জানা যায়, ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর ২০১২ সালের নভেম্বরে ট্রাপেটস এবি নামক একটি আইটি কোম্পানির কাছ থেকে সার্ভিলেন্স সফটওয়্যারটি কেনা হয়েছিল। এতদিন ডিএসই বাজার মনিটরিং এর জন্য  সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার  করে।

এখন সফটওয়্যারটির মাধ্যমে পূর্ণাঙ্গভাবে বাজার মনিটরিং করার বিষয়ে ডিএসইকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি চেয়ারম্যান ড. মোহাঃ খায়রুল হোসেন  মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটি উদ্বোধন করবেন।

এসএ/এমআরবি