বেতন বৃদ্ধির দাবিতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ

brahmonbaria

brahmonbariaব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেড(এপিএসসিএল) এর কর্মকর্তাদের এক তরফা বেতন বৃদ্ধির প্রতিবাদ ও কর্মকর্তা-কর্মচারিদের সমহারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রবিবার সকালেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। শ্রমিক-কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়ন (চট্ট-২৪৯২) উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেড শ্রমিক-কর্মচারী এমপ্লয়ীইজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রবিবার সকালে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সংগঠনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ  অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান, যুগ্ম সম্পাদক মহররম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ফারুক মিয়া,  প্রচার সম্পাদক বিভাষ বিশ্বাস ও সদস্য মজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, এপিএসসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে আলোচনার জন্য আগামী বুধবার তাদের এক সভায় আহবান করেছেন। তাই আগামী সোম ও মঙ্গলবার কর্মসূচী স্থগিত করা হয়েছে। বুধবারের সভায় দাবি মেনে নেয়া না হলে পরবর্তী কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে।

সাকি/