ঝিনাইদহে ২১ দিনব্যাপী ‘মহিলাদের প্রশিক্ষণশালা’র উদ্বোধন

  • Emad Buppy
  • February 9, 2014
  • Comments Off on ঝিনাইদহে ২১ দিনব্যাপী ‘মহিলাদের প্রশিক্ষণশালা’র উদ্বোধন
training-pic.

pic.jhe 08-02-14(1)শনিবার বিকেলে ঝিনাইদহের বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. ও সদর উপজেলার সিভিডিবি’র যৌথ আয়োজনে সমিতির কার্যালয় প্রাঙ্গণে ২১ দিনব্যাপী মহিলাদের সেলাই ও সূচকর্ম প্রশিক্ষণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মনোয়ার লস্কারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সিভিডিপির উপ-প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (২য় পর্যায়) পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে সদর উপজেলার সিভিডিবি’র প্রকল্প কর্মকর্তা গাজী নজরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মো. মমিনুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মো. তাসলিমা বেগম, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ, সিভিডিপির মাঠ সংগঠক মোছা. শাম্মী আক্তার, মাঠ সহকারী মোছা. রেশমা বেগম, মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন  বেড়াশুলা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেড এর ম্যানেজার ইসাহক আলী।
জীবন থেকে দুইজন মহিলা মুজিবনগর থেকে দুইজন মহিলা মিরপুর কুষ্টিয়া থেকে দুইজন মহিলাসহ ঝিনাইদহের বিভিন্ন সমিতি থেকে চার জন মহিলা এবং বেড়াশুলা গ্রামের বিশজন মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সেলাই ও দর্জিবিদ্যা, নকশিকাঁথা, উন্নত চুলা, চুমকিপুথি দিয়ে হাত ব্যাগ তৈরি করা শেখানো হবে। যাতে করে মহিলারার স্বনির্ভর হতে পারবে। প্রশিক্ষণ শেষে মহিলারা একটি করে সেলাই মেশিন ও প্রায় পাঁচ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবে।