চট্টগ্রামে বস্তিবাসীর অবকাঠামো উন্নয়নে ৪ কোটি টাকার চেক হস্তান্তর

  • Emad Buppy
  • February 9, 2014
  • Comments Off on চট্টগ্রামে বস্তিবাসীর অবকাঠামো উন্নয়নে ৪ কোটি টাকার চেক হস্তান্তর

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর বস্তিবাসীর অবকাঠামোর উন্নয়নে বস্তিবাসীদের হাতে ৪ কোটি টাকার চেক তুলে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। রোববার নগরীর থিয়েটার  ইন্সটিটিউট হলে আয়োজিত এক অনুষ্ঠানে বস্তিবাসীর মধ্যে ইউএনডিপির আর্থিক সহযোগিতায় এ চেক তুলে দেন তিনি।

জানা যায়, ইউপিপিআর প্রকল্পধীন ১২৪টি সিডিসিতে (বস্তিতে) অবকাঠামো উন্নয়ন বাবদ ৯ কোটি ৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়। যার মধ্যে প্রথম কিস্তিতে ৪ কোটি টাকার চেক বিতরণ করা হলো। এর আওতায় রয়েছে ১১৫১টি দ্বি-কক্ষ বিশিষ্ট পায়খানা, ৬৬টি কমিউনিটি পায়খানা, শতাধিক টিউবয়েলসহ আরও কিছু অবকাঠামো উন্নয়নের উল্লেখ রযেছে।

অনুষ্ঠানে মেয়র বলেন, এসব প্রকল্প বাস্তায়ন  হলে বস্তিবাসীর স্বাস্থ্য উন্নয়ন, বর্ষায় জলাবদ্ধতা ও খাবার পানীর অভাব থাকবে না। সেই সঙ্গে বস্তির শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। এ প্রকল্পের বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।