এএফসি ও ইম্পেরিয়ালের হাতে ছয় আইপিও

Six_IPOএএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের হাত ধরে পুঁজিবাজারে আসার আপেক্ষায় আছে বস্ত্র,খাদ্য,সেবা খাতের ছয় কোম্পানি। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহে আগ্রহী এরা। কোম্পানির ছয়টি হচ্ছে-খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড,তুং হাই নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেড,শাশা ডেনিমস লিমিটেড,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট এবং সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

জানা গেছে,কোম্পানি ছয়টি বাজার থেকে প্রায় ৬৬২ কোটি টাকা সংগ্রহ করতে চায়। তবে সব কিছুই নির্ভর করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের উপর। কোম্পানি ছয়টির ইস্যু ম্যানেজার এ এফ সি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ইতোমধ্যে তাদের খসড়া প্রসপেক্টাস বিএসইসিতে জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,ছয়টি কোম্পানির মধ্যে খান ব্রাদার্সের ইস্যুয়ারের দায়িত্বে রয়েছে এ এফ সি ক্যাপিটাল লিমিটেড। আর বাকী পাঁচটি কোম্পানির ইস্যুয়ার হিসাবে যৌথভাবে কাজ করছে এএফ সি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

জানা যায়,খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড পুঁজিবাজারে দশ টাকা দরে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে। এ কোম্পানিটি দুই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা সংগ্রহ করবে।
তুংহাই নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেডও অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করবে। বিএসইসির অনুমোদন পেলে এ কোম্পানি বাজারে তিন কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৩৫ কোটি টাকা।

শাশা ডেনিমস আইপিও’র মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ২৫০ কোটি টাকা। পাঁচ কোটি শেয়ার ইস্যু করে তারা এ টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানিটি ৪০ টাকা প্রিমিয়ামসহ ৫০ টাকা দরে শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করেছে। বিএসইসি অনুমোদন দিলে কোম্পানিটি বাজারে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহের কার্যক্রম শুরু করবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৫ টাকা প্রিমিয়ামে শেয়ার বিক্রির আবেদন করেছে। ১৫ টাকা প্রিমিয়ামসহ শেয়ারের প্রস্তাবিত বিক্রি মূল্য ২৫ টাকা। বিএসইসি অনুমোদন পেলে এ কোম্পানি তিন কোটি শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৭৫ কোটি টাকা।

১৫ টাকা প্রিমিয়ামে শেয়ার বিক্রির আবেদন করেছে বিএমএসএল। দশ টাকা অভিহিত মূল্যসহ শেয়ারের প্রস্তাবিত বিক্রি মূল্য ২৫ টাকা। বিএসইসি অনুমোদন পেলে এ কোম্পানি এক কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৩৫ কোটি ৫০ লাখ টাকা।

আর সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড দশ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে বিএসইসির কাছে। বিএসইসি’র অনুমোদন পেলে এ কোম্পানি চার কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৪৫ কোটি টাকা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদার অর্থসূচককে বলেন,আমরা বিএসইসিতে প্রতিষ্ঠান ছয়টির আইপিও’র প্রসপেক্টাস জমা দিয়েছি। কমিশনের অনুমোদন পেলে কোম্পানিগুলো বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে।

জিইউ