
ঝিনাইদহ শহরের আরাপপুর শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে সকালে ক্রীড়া প্রতিযোগিতা হয়। দ্বিতীয় পর্বে বিকেলে ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আক্কাসউল আলম ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনোয়ার হোসেন। যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাবদার ডাক্তার জুম্মাতুল মাজমাদার কৌশিক।