
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংবিধান রক্ষার্থেই জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল।
শনিবার দুপুরে ত্রিশাল জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এক পথসভায় তিনি একথা বলেন।
তিনি নির্বাচনে জাপাকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে রওশন এরশাদ বলেন, গণতন্ত্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে জাপা। আমরা দেশের জনগণের জন্য ভূমিকা রেখেছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে সাদরে গ্রহণ করেছে।
পথসভায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ত্রিশালের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য আলহাজ এমএ হান্নান, উপজেলা জাপার সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মণ্ডল, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, পৌর জাপার আহ্বায়ক মো. ফজলুল হক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল, যুব সংহতির সভাপতি আমিনুল হক সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব হাসান প্রমুখ।
এমআর/কেএফ