
অবশেষে মুমিনুল হকের সেঞ্চুরি দিয়ে বাংলাদেশ ড্র করলো চট্টগ্রাম টেস্ট। কিন্তু ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ জিতে নিয়েছেন লঙ্কানরা।
আজ চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা বিরতিতে যাওয়ার আগে মুমিনুল হকের চমৎকার অর্ধশতকে তিন উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল ৭১ রানে এবং সাকিব আল হাসান ১৩ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭১ রান।
দিনের শুরুতে ম্যাচ বাঁচানোর কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের আভাস দেয় টাইগার দুই ওপেনার। দিনের প্রথম ঘণ্টাটা কোন প্রকার বিপদ না ঘটিয়েই কাটিয়ে দেয় তারা। তবে ৩০তম ওভারে এসে ধৈর্য হারান তামিম। কিথুরুয়ান ভিথানাগের বলে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন তিনি। থামেন ৩১ রান করে।
এরপর হাফসেঞ্চুরির আশা জাগিয়েও পাঁচ রানের আক্ষেপ নিয়ে ফেরেন শামসুর। দিলরুয়ান পেরেরার বলে ৪৫ রান করে বোল্ড হন টাইগার এই ওপেনার। ওয়ান ডাউনে নামা আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস ২৫ রানে পেরেরার বলে সাজঘরে ফেরেন।
এর আগে গতকাল শুক্রবার টেস্টের চতুর্থ দিনে আট ওভারে বিনা উইকেটে সংগ্রহ করা ১২ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।