বাগেরহাটে বাস খাদে, নিহত ১

bagerhat_mapবাগেরহাটে কচুয়ায় বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

শনিবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার শিবপুর এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইলিয়াস (৪০)। তিনি ফতেহপুর গ্রামে হাশেম আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহায়তায় অন্তত ২১ যাত্রীকে উদ্ধার করা হয়। মারাত্মক আহত অবস্থায় ইলিয়াস শেখকে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাসটিতে অন্তত ৩০/৩৫ জন যাত্রী ছিল বলে বলে পুলিশ জানিয়েছে।