বই মেলায় শিশুশূন্য শিশুপ্রহর

Book Fair1

Book Fair1বই মেলা বলে কথা। এখানে সবাই থাকবে আর শিশুরা থাকবে না তা কি হয়? আর এ কারণেই এ বছরের বই মেলায় ব্যতিক্রমধর্মী আয়োজন শিশুপ্রহর। আজ শিশুপ্রহর হলেও মেলায় নেই শিশুরা। অনেকের ধারণা- প্রচারণার অভাব ও স্কুল খোলা থাকায় মেলায় জমেনি এই শিশুপ্রহর।

বই মেলায় আগত অনেক দর্শনার্থীরাই জানে না আজ শিশুপ্রহর। এমনকি অনেক বিক্রয় প্রতিনিধিরাও জানে না আজ শিশুপ্রহর চলছে।

মেলায় শিশুপ্রহর নিয়ে কথা হয় বিশিষ্ট শিশু সাহিত্যক আলী ইমামের সাথে তিনি বলেন, মেলা ঘুরে আমার মনে হল অনেকেই জানে না আজ শিশুপ্রহর।

তিনি বলেন, শিশুপ্রহর নিয়ে ব্যবস্থাপনার কিছু ত্রুটি রয়েছে। তারা ঠিকমত হয়তো মানুষের কাছে শিশুপ্রহরের খবরটা পৌঁছে দিতে পারেনি।

মেলায় আশা সুশ্রী দেবীর কাছে প্রশ্ন করেছিলাম দিদি আজ মেলার শিশুপ্রহর সম্পর্কে জানেন?  তিনি একথায় উত্তর দিলেন না।

তিনি আরও বলেন, বাচ্চাকে নিয়ে এসেছি বই কেনার জন্য, শিশুর জন্য গল্পের বই কিনব। বাচ্চা শিশু শ্রেণির বলে মজার মজার গল্পের ও কার্টুন বই কিনব।

মেলায় কথা হয় বাংলাদেশ শিশু একাডেমির বিক্রয় প্রতিনিধি কামালের সঙ্গে, তিনি বলেন, আজ শিশুপ্রহর হলেও মেলায় শিশুরা নেই। কারণ আজ সবার স্কুল খোলা তারা কিভাবে আসবে।

তিনি আরও বলেন, শিশুপ্রহরটি দেওয়া দরকার ছিল শুক্রবার ওইদিন তাদের স্কুল বন্ধ ছিল।

তিনি বলেন, মেলায় শিশুরা নেই তাই বেচা-বিক্রি কম। তবে তিনি বলেন গতকাল মেলায় অনেক বিক্রি হয়েছে।

সাকি/