“বয়স বাড়াও, সুযোগ দাও” এই স্লোগানকে সামনে রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ ছাত্রদের ৩৫ বছর ও বীর মুক্তিযোদ্ধা সন্তানসহ সংশ্লিষ্টদের আনুপাতিক হারে বয়সসীমা বাড়ানোর দাবিতে মাদারীপুরের শিবচরে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জেলা শাখা ।
জানা যায়, শনিবার সকালে শিবচর স্বাধীনতা চত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এ কর্মসূচি পালন করে। একই দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও বেকার ছাত্রছাত্রীরা। মানববন্ধনে সাধারণ ছাত্রপরিষদের পক্ষ থেকে বলা হয় ২০১১ সালের ২৬ ডিসেম্বর সরকার চাকরি থেকে অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ করেছে। ফলে আগামি তিন বছর যে সকল পদ খালি হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। এতে লাখ লাখ বেকার যুবক বয়সসীমা হারিয়ে সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে।
এ সময় সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের শিক্ষক বাবু সুধীর রায়, রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফসহ সুধীসমাজের নেতারা।
সাকি/