
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌ-পথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।
প্রায় ২৪ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার ভোর থেকে আশুগঞ্জ নৌবন্দরে আটকে পড়া শতাধিক কার্গো জাহাজ পর্যায়ক্রমে নৌবন্দর ছেড়ে গেছে।
শুক্রবার রাতে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের পক্ষ থেকে নৌ-পথে ডাকাতি ও চাদাঁবাজি বন্ধ করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা নৌ ধর্মঘট স্থগিত করে।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. হাবিবুল্লাহ বাহার জানান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে শুক্রবার রাতে নৌযান শ্রমিক ও মালিকদের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।আজ শনিবার ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবীক রয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিক ও মালিক পক্ষের সাথে সমঝোতা বৈঠকের মাধ্যমে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে।।
উল্লেখ্য , বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ নৌবন্দরের পুগুদাম এলাকায় মাহি রিফাত নামে একটি কার্গো জাহাজে দুধর্ষ ডাকাতি হয়। এই ঘটনার প্রতিবাদে এবং নৌরুটে ডাকাতি ও ব্যাপক চাদাবাজি বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তার দাবীতে গত শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় নৌ-যান শ্রমিক ফেডারেশন।