
সামাজিক যোগাযোগ সাইট লিংকেডইন করপোরেশের শেয়ারের দাম ৮ দশমিক ১ শতাংশ কমেছে। এতে করে ইন্টারনেটভিত্তিক কোম্পানিটি চলতি বছর লোকসানের মুখে পড়তে পারে আশংকা করছে ওয়াল স্ট্রিট। খবর মার্কেট ওয়াচের।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম কমে ২০৫ দশমিক ৪৪ ডলারে চলে এসেছে। ওয়াল স্টিটের দাবি, চতুর্থ প্রান্তিকেও কোম্পানিটির শেয়ারের দাম সবার উর্ধ্বে ছিল।
লিংকেডইন জানিয়েছে, প্রথম প্রান্তিকে তাদের রাজস্ব আয় ৪৫ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ৪৬ কোটি ডলারে উন্নীত হয়েছে। তবে বিশ্লেষকেরা ওই সময়ে তাদের রাজস্ব আয় ৪৭ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে আশা করেছিল।
কোম্পানিটি বলছে, চতুর্থ প্রান্তিকে তাদের ৪৪ কোটি ৭২ লাখ রাজস্ব আয়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৩৯ সেন্ট। অথচ বৃহস্পতিবার শেয়ারের দাম কমে যাওয়ায় রাজস্ব আয় দাড়িয়েছে ৪৩ কোটি ৮১ লাখ ডলার। এতে করে শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ সেন্ট।
লিংকেডইনের শেয়ার ক্রেতা কলিন গিলিস জানান, পুজিবাজারে স্বভাবত কারণেই ওই দিন কমেছে। তিনি জানান, গত বছরে কোম্পানিটির শেয়ার ৪৭ বারেরও ২ শতাংশ করে বেড়েছে। এবং ৩৫ বারেরও বেশি ২ শতাংশ কমেছে।
এস রহমান/