ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর মহেষখালী ঘাট থেকে বৃহস্পতিবার গভীর রাতে জলদস্যু বরুবেল বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে। ওই সময় জলদুস্যরা জেলেদের মারধর করে মাছ ও জাল লুট করে নিয়ে যায়। ৩টি ট্রলারের মতিন মাঝি, জাহাঙ্গির মাঝি, সফিক মাঝি ও মঞ্জুর মাঝিসহ ৭ জেলেকেও আপহরণ করে নিয়ে যায়।
তজুমদ্দিন মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী আজাদ মিয়া জানান, তজুমদ্দিন উপজেলার মেঘনার নদীর বাসান ভাঙ্গা চরের জলদস্যু বরুবেল বাহিনীর সদস্যরা মেঘনা নদীতে হামলা চালিয়ে ২০টি ট্রলারে লুটপাট করে।
এ সময় যেসব ট্রলারে মাছ পাওয়া যায়নি সেসব ট্রলারের জেলেদের বেধরক মারধর করে। এতে ২০ জেলে আহত হয়।
তিনি আরও জানান, অপহরণকৃত ৭ জেলের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে মুক্তিপণের জন্য একটি বিকাশ নাম্বার দিয়েছে জলদস্যুরা। নিরাপত্তার কথা চিন্তা করে জেলেরা বিষয়টি পুলিশকে জানায় নি।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি সুলতান মাহামুদ জানান, কেউ থানায় অভিযোগ করেনি।