দুই সপ্তাহে ১৪০০ কোটি ডলারের শেয়ার কিনেছে অ্যাপল

  • sahin rahman
  • February 7, 2014
  • Comments Off on দুই সপ্তাহে ১৪০০ কোটি ডলারের শেয়ার কিনেছে অ্যাপল
apple

appleগত দুই সপ্তাহে মোট ১৪০০ কোটি ডলারের শেয়ার কিনেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইন করপোরেশন। সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম হঠাৎ ৮ শতাংশ পর্যন্ত কমে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তারা। তারই প্রেক্ষিত শেয়ার বাড়ানোর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের ।

প্রতিবেদনে বলা হয়, গত দুই সপ্তাহে অ্যাপল ১৪’শ কোটি ডলারের শেয়ার কিনেছে। এর মধ্য এসিলারেটেড শেয়ার রিপারসেস(এএসআর) প্রোগামের মাধ্যমে কিনেছে ১২০০ কোটি ডলারের শেয়ার। অন্যদিকে খোলা বাজার থেকে কিনেছে ২০০ কোটি ডলারের শেয়ার। এএসআর  মুলত শেয়ার কেনা-বেচার সাথে জড়িত একটি প্রতিষ্ঠান।

অ্যাপলের নির্বাহী প্রধান টিম কুক জানান,  প্রত্যাশায় তুলনায় রাজস্ব আয় কম ও ছুটির দিনে আইফোনের বিক্রি কম হওয়ার পূর্বাভাস দেওয়ার পরই অ্যাপলের শেয়ারের দাম কমে যায়। তিনি বলেন, আমরা শুধু আমাদের কর্মকান্ড দেখাতে চাই না। এর মাধ্যমে আগামির পথ চলা আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১২ মাসে কোম্পানিটি ৪ হাজার কোটির বেশি ডলারের শেয়ার কিনেছে। যা সমজাতীয় অন্যান্য যে কোনো কোম্পানি থেকে অনেক বেশি বলে মনে করেন কুক।

এস রহমান/