কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

  • Emad Buppy
  • February 7, 2014
  • Comments Off on কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
sorok durghotona

sorok durghotonaকুষ্টিয়ার কুমারখালী উপজেলার সৈয়দ মাছ-উদ রূমী সেতুর পূর্বপাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিএনপি নেতা ও চাপড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী (৫০)। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেকুজ্জামান জানান, রাত ৮ টার দিকে ইউপি সদস্য মোহাম্মদ আলী মটরসাইকেলযোগে  কুমারখালী থেকে কুষ্টিয়া শহর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ি অভিমুখে একটি আলুবোঝই ট্রাক মটরসাইকেলটিকে চাপা দিলে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী কুমারখালী উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও চাপড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেএফ