
মরীচিকার পিছনে দৌড়ে ১৭০০ কি.মি পথ পাড়ি দিয়েছেন এক ভারতীয়। বিবিসির লটারি জয়ের আনন্দে এক কাপড়ে নিজ বাসস্থান উড়িষ্যা ছেড়ে নয়া দিল্লি পৌছে জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। কোটি রুপি তো দূরের কথা ফুটো কড়িরও লটারি ছাড়েনি বিবিসি।
হতভাগার নাম রতন কুমার। লেখাপড়ার দৌড়ে এগোতে পারেননি বেশি দূর। তাই স্ত্রী এবং তিন মেয়ে নিয়ে কোন মতে দিনাতিপাত করছিলেন তিনি। একদিন মোবাইলে এক উড়ো চিঠির মাধ্যমে জানতে পারেন তার ভাগ্যের শিকেয় ছিড়েছে বিবিসির লটারি। পুরস্কারের পরিমাণটাও মন্দ নয়, প্রায় ২ কোটি রুপি। নাওয়া-খাওয়া ভুলে পুরস্কার জেতার আনন্দে এক কাপড়ে পাড়ি দেন ১৭০০ কি.মি। কিন্তু নয়া দিল্লিতে অবস্থিত বিবিসির আঞ্চলিক অফিসে পৌঁছে তার হতভম্ব অবস্থা।
রতন জানান, এক অচেনা নাম্বার থেকে ফোন করে জানানো হয় তার নামে চেক জমা হয়েছে বিবিসির অফিসে। তাই বন্ধু-বান্ধবের কাছে ধার করে নয়া দিল্লিতে ছুটে এসেছেন তিনি।
বিবিসির নয়া দিল্লি অফিস জানায়, এ ধরনের কোন লটারি ছাড়েনি বিবিসি। কেউ হয়তো পুরস্কারের কথা বলে তার সাথে প্রতারণা করেছে।