

টাইম ম্যাগাজিন নির্বাচিত ২০১২ সালের সেরা দশ ছবির একটি ছিল এই ছবি। দুই বছর আগে সুদানের হেগলিগ অঞ্চলে এক হতভাগ্যের ছবিটি তুলেছিলেন ডমিনিক নার নামের এক ফটোগ্রাফার। ওই সময়ে তেল খনির মালিকানা নিয়ে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যবর্তী যুদ্ধে নিহত হয়েছিল ১৫০০ মানুষ। তবে এ পর্যন্ত পৃথিবীতে তেল খনির দখল নিয়ে কত সংখ্যক মানুষ নিহত হয়েছে তার কোন সঠিক হিসাব নেই।