হরতালের দিনেও ব্যস্ত সড়কগুলোতে তীব্র যানজট

  • Emad Buppy
  • February 6, 2014
  • Comments Off on হরতালের দিনেও ব্যস্ত সড়কগুলোতে তীব্র যানজট
janjot

janjotজামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চললেও রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলোতে ছিল তীব্র যানজটের পুরোনো চিত্র।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকেই রাজধানীর পল্টন, মতিঝিল, ফার্মগেট, যাত্রাবাড়ীসহ ব্যস্ত সড়কে ছিল তীব্র যানজট।

যানজটের কারণে বিড়ম্বনায় পড়া ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার সুমন বলেন, হরতাল বলে একটু আতংক নিয়েই অফিস যাচ্ছিলাম। ভেবেছিলাম রাস্তাঘাট ফাঁকা থাকবে। কিন্তু যানজটের কারণে এখন অফিসে পৌঁছতেই দেরি হয়ে যাচ্ছে।

হরতালের কারণে বাড়তি দায়িত্ব পড়েছে পুলিশ ও ট্রাফিক বিভাগে। এ কারণে রাজধানীর সড়কগুলোতে ট্রাফিকের সংখ্যা ছিল তুলনামূলক কম। পল্টন মোড়ে দায়িত্বরত আছেন ঢাকা দক্ষিণ ট্রাফিকের কনস্টেবল কাশেম ও মালেক। অন্যান্য দিন এ মোড়ে চারজন ট্রাফিক কনস্টেবলের পাশাপাশি সার্জেন্টও থাকেন। কিন্তু আজকে তারা দুজন এ ব্যস্ত সড়কের মোড়ে উপচেপড়া যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন।

পুলিশ কনস্টেবল কাশেম জানালেন, হরতালের ডিউটি পড়ায় আজ রাস্তায় ট্রাফিক পুলিশ কম।

এদিকে হরতালের কারণে যেকোনো নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃংখলা বাহিনী। রাজধানীর ব্যস্ত সড়কগুলোর অনেক পয়েন্টেই অবস্থান নিয়েছে র‌্যাব।

ডিএমপি সূত্র জানায়, হরতালে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার যাতে অবনতি না হয় সেদিকে তারা কড়া নজরদারি রাখছেন।

এমআর/কেএফ