
সিরাজগঞ্জের সদড় উপজেলার কোনাগাতি ব্রিজের পাশ থেকে শীর্ষ সন্ত্রাসী জবান আলীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জবান আলী সদড় উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের আজিজুল হকের পুত্র।
জবান আলী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ ও যুবলীগ নেতা টিক্কা হত্যা এবং ডাকাতিসহ সাত মামলার প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএফ