শামসুর ইমরুলের ২০০ রানের জুটি

শামসুর রহমান ও ইমরুল কায়েস

শামসুর রহমান ও ইমরুল কায়েসচট্রগ্রাম টেস্টে তৃতীয় দিন ও বাংলাদেশের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েছেন ইমরুল কায়েস ও শামসুর রহমান।

তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত  বাংলাদেশ ১ উইকেটের বিনিময়ে ২০১ রান সংগ্রহ করেছে।

শামসুর রহমান ৯৩ রান ও ইমরুল কায়েস ৯১ রানে অপরাজিত রয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

এর আগে, শ্রীলংকা প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ করে। শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩০১ রানের এক অবিস্মরনীয় ইনিংস উপহার দেয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট লাভ করে সাকিব আল হাসান।