রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ru

ru২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র এই তথ্য নিশ্চিত  করেছেন।

আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৯৭ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে জোড় রোল নম্বরধারীদের মধ্যে মেধা তালিকায় প্রথম থেকে ১৪৭ এবং বেজোড় রোল নম্বরধারীদের মধ্যে মেধাতালিকায় প্রথম থেকে ১৫০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে ৯টার মধ্যে  বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের তৃতীয় তলায় আইন অনুষদের অফিসে পরীক্ষার প্রবেশপত্র জমা দিয়ে নাম তালিকাভুক্ত করতে হবে। সাক্ষাৎকার চলবে বিকাল ৫টা পর্যন্ত।

পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য ডিন কমপ্লেক্সের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (Admission.ru.ac.bd) থেকে জানা যাবে।