
দশ ট্রাক অস্ত্র মামলার রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। পুলিশের জোরদার টহলের কারণে শহরের কোথাও কোনো পিকেটিং করতে পারেনি জামায়াতের নেতাকর্মীরা।
আজ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শহরের অভ্যন্তরীণ সড়কে ছোট যান চলাচল ছিল স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ার ৪টি বাসস্টেন্ড থেকে দূর পাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে না গেলেও লোকাল বাস চলাচল ছিল আগের মতোই। হরতালে নাশকতা এড়াতে সদরের ৯টিসহ শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল।
এদিকে, হরতালে নাশকতা চেষ্ঠার অভিযোগে জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধা হরতালকে সামনে রেখে গতকাল রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জামায়াতের ৮ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।