ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি কামালের স্মরণ সভায় একরামুজ্জামান

  • Emad Buppy
  • February 6, 2014
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি কামালের স্মরণ সভায় একরামুজ্জামান
Nasirnagar

Nasirnagarবিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান বলেছেন, দেশে যেই মুর্হূতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্থবিরতা বিদ্যমান, ঠিক সেই মুর্হূতে সৈয়দ মোশের্দ কামালের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। তিনি দেশ ও দলের জন্য ত্যাগ-তিতিক্ষা, সততা-নিষ্ঠার সাথে কাজ করেছেন। ও দেশপ্রেমিক নেতা ছিলেন। বৃহস্পতিবার বিকেলে সৈয়দ মোশের্দ কামাল স্মৃতি সংসদের  উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সৈয়দ মোর্শেদ কামালের প্রথম মৃত্যুতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্ততায় এ কথা বলেন।

স্থানীয় কৃষি ব্যাংক প্রাঙ্গণে সংসদের আহবায়ক প্রফেসর মো. আবু তাহেরের  সভাপতিত্বে  সদস্য সচিব এডভোকেট আমিনুল ইসলাম মনিরের পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় গণফোরামের আন্তজাতিক বিষয়ক সম্পাদক আবদুল আসিফ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক এম এ হান্নান, ধর মন্ডল, ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূঁইয়া, লেখক ও গবেষক সাইদুর রহমান । বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আজিজুর বহমান চৌধুরী, মরহুমের ছেলে সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ, সৈয়দ সাজ্জাত মোর্শেদ সোহান, জেলা বিএনপির সদস্য ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা সাংগঠনিক-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, আবুল হোসেন, হাজী তারিক মিয়া, সফিকুল ইসলাম, হাজী সোনা মিয়া, যুবদল সভাপতি সৈয়দ আবু সারোয়ার , ছাত্রদল সভাপতি সৈয়দ নাসির রহমান,জাসাস সভাপতি শাখাওয়াত হোসেন ভুইয়া প্রমুখ।  পরে সৈয়দ মোর্শেদ কামালের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ মোশের্দ কামাল এরশাদ সরকারের আমলে একবার উপজেলা চেয়ারম্যান ও ৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নিবার্চিত হন। পরে তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারি নিবার্চনে সৈয়দ মোর্শেদ কামালকে এ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সৈয়দ মোশের্দ কামালকে কেন্দ্রীয় রেড ক্রিসেন্টের  অন্যতম সদস্য নিবার্চিত করেন। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পরবর্তীতে ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার। দীর্ঘদিন লড়াই করে গত বছরের ১৪ জানুয়ারি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।