
জাপানের ইলেকট্রনিক্স জায়ান্ট সনি ঘোষণা দিয়েছে তারা পারসোনাল কম্পিউটার বা পিসির ব্যবসা ছেড়ে দিচ্ছে। এ ব্যবসায় দীর্ঘদিন ধরে চলমান স্থবিরতা ও বিপুল লোকসানের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সম্প্রতি শেষ হওয়া হিসাব বছরে প্রতিষ্ঠানটির ১০০ কোটি ডলার লোকসান হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ লোকসানে প্রধান ভূমিকা রেখেছে পিসি প্রস্তুত ইউনিট। তাছাড়া সনির ব্রাভিয়া টিভি এবং প্লে স্টেশন গেমও লোকসান বাড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত সপ্তাহে ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান মুডি কোম্পানির ঋণমান কমিয়েছে। এর এক সপ্তাহের মাথায় কোম্পানিটি পিসির ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিল। এছাড়া ৫ হাজার কর্মকর্তা-কর্মচারি ছাঁটাইয়ের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জাপানের অপর দুই ইলেকট্রনিক্স জায়ান্ট শার্প ও প্যানাসনিক বেশ কিছুদিন ধরেই অস্তিত্ব সংকটে রয়েছে। এবার সনিও সে দলে নাম লেখাচ্ছে। মূলত আমেরিকান ব্র্যান্ড আ্যাপল এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমসিম খাচ্ছে কোম্পানিগুলো।