টপটেন লুজারে বস্ত্র খাতের চার কোম্পানি

  • mukto rani
  • February 6, 2014
  • Comments Off on টপটেন লুজারে বস্ত্র খাতের চার কোম্পানি
Alhaj-Textile

Alhaj-Textileঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার তালিকায় চলে এসেছে বস্ত্র খাতের চার কোম্পানি।এছাড়া বিবধ খাতের দুইটি কোম্পানি রয়েছে লুজার তালিকায়।আর লুজারের শীর্ষে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুড। এই শেয়ারের দর কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ০২ শতাংশ।

বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইলে শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ০৮ শতাংশ কমে তালিকার চতুর্থ স্থানে চলে এসেছে। আর সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৮০ পয়সা বা ২ দশমিক ৬২ শতাংশ কমে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে রয়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। এই শেয়ারের দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ০৪ শতাংশ। অষ্টম স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১২ টাকা ৫০ পযসা বা ৩ দশমিক ৭০ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাভার রিফেক্টরিজের শেয়ার দর কমেছে ৪ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৮৪ শতাংশ।তৃতীয় অবস্থানের স্ট্যান সিরামিকের ১ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৩১ শতাংশ, পঞ্চম স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের ১ টাকা বা ৪ দশমিক ৮১ শতাংশ, নবম স্থানে থাকা আইসিবি এপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ১: স্কিম১ এর ১০ পয়সা বা ১ দশমিক ৪৭ শতাংশ এবং দশম স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৬০ পয়সা বা ২ দশমিক ৪৯ শতাংশ।

এমআরবি/