
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৭ কোটি টাকা মূল্যের ৪২ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাত ৯ টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই (এফজেট ৫৮৭ ) থেকে পরিত্যক্ত্ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ারম্যান মো. নুরুল আমিন অর্থসূচককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমান বন্দরে অবস্থান করছিলেন। দুবাই থেকে আসা একটি ফ্লাইটে যাত্রীদের তল্লাশি করে না পেয়ে পরে বিমানে পরিত্যক্ত অবস্থায় ৪২০ স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধার হওয়া এসব স্বর্ণের বারের সাথে কাউকে না পাওয়ার আটক করা সম্ভব হয়নি। এসব স্বর্ণের বার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা চলছে বলে জানান তিনি।