এক ঘণ্টায় লেনদেন ২১৮ কোটি টাকা

DSE-UP

ডিএসই সূচক ঊর্ধ্বমুখীঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)এক ঘণ্টায় লেনদেন হয়েছে ২১৮ কোটি ১৬ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমূখী গতি দিয়ে লেনদেন শুরু হয়।বেলা সাড়ে এগারটায় ডিএসইএক্স সূচক বেড়েছে ৭১ পয়েন্ট।ডিএসইতে লেনদেন হওয়া ৮৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সিএসই সার্বিক সূচক বেড়েছে ১৭৭ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৪ হাজার ৮৮২ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮৯ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। এমআরবি/