২০১৩ সালের জানুয়ারিতে সদ্য নিয়োগ প্রাপ্ত বেলারুশ সৈন্যদের হাতে মারণাস্ত্র তু্লে দেয়ার আগে আশীর্বাদ করছেন এক অর্থোডক্স যাজক। বেলারুশের ঐতিহ্য অনুযায়ী অস্ত্র ব্যবহারের এভাবে আগে ধর্মীয় আচার-আচরণ পালন করা হয়ে থাকে।