সূচকের ঊর্ধ্বগতিতে চলছে লেনদেন

DSE-CSEঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে এক পয়েন্ট। আর সিএসই সার্বিক সূচক বেড়েছে ছয় পয়েন্ট।

বেলা সাড়ে এগারটায় ডিএসইএক্স সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮১১ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৬৮ পয়েন্টে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন হওয়া ৫২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এ সময়ে লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সিএসই সার্বিক সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৩৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এমআরবি/