
গত বছরের ১১ মার্চ রাজধানীতে সহিংসতা, ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পল্টন থানায় দায়েরকৃত মামলার চার্জ গঠনের শুনানি আগামি ৯ মার্চ ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন মামলার চার্জ গঠনের এ দিন ধার্য করেন।
২০১৩ সালের ১১ মার্চ পল্টন থানা পুলিশের করা এক মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু ও প্রচার-সম্পাদক জয়নুল আবেদীন ফারুকসহ মোট ১৪৮ জনকে আসামি করা হয়েছে।
এমআর/কেএফ