ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার খোশালপুর সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে যায়। এরা হলেন-মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের বাবুল মন্ডল, ছুটি মন্ডল, সুলতান, তুহিন ও কামাল হোসেন। আটককৃতরা সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
মহেশপুরের কুসুমপুর ক্যাম্পের সুবেদার শহীদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ৫ বাংলাদেশি সীমান্ত এলাকার কাঁটাতার পার হয়ে ৫’শ গজ ভিতরে চলে গেলে ভারতীয় হাসখালী থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের সবাইকে আটক করে হাসখালী থানায় হস্তান্তর করে।
সংবাদ পেয়ে সকালেই বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়। দুপুরে কুসুমপুর সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও তাদেরকে ফেরত দেওয়া হয়নি।
বিএসএফ জানিয়েছে, ভারতীয় থানা পুলিশ তাদেরকে আটক করায় আইনগত প্রক্রিয়ায় তাদেরকে ফেরত আনতে হবে।