রাজশাহীতে ভেষজ ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা

  • Emad Buppy
  • February 4, 2014
  • Comments Off on রাজশাহীতে ভেষজ ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা
rajshahi

rajshahiরাজশাহী মহানগরীতে অনুমোদনহীন পাঁচটি ভেষজ ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মহানগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রাজশাহী ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ জানান, সোমবার ভ্রাম্যমাণ আদালতে লেবেলবিহীন, অনুমোদনহীন ও বিক্রিয় নিষিদ্ধ যৌন উত্তেজন বিক্রি এবং বিক্রির জন্য সংরক্ষণের দায়ে নগরীর পাঁচটি ভেষজ ওষুধ বিক্রয়কারী ফার্মেসিকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিক্রেতাদের এ ধরনের ওষুধ ভবিষ্যতে বিক্রি না করতে সর্তক করা হয়েছে।

ওই অভিযানে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শারমিন আরাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। জণস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএফ