
রাজশাহী মহানগরীতে অনুমোদনহীন পাঁচটি ভেষজ ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মহানগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রাজশাহী ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ জানান, সোমবার ভ্রাম্যমাণ আদালতে লেবেলবিহীন, অনুমোদনহীন ও বিক্রিয় নিষিদ্ধ যৌন উত্তেজন বিক্রি এবং বিক্রির জন্য সংরক্ষণের দায়ে নগরীর পাঁচটি ভেষজ ওষুধ বিক্রয়কারী ফার্মেসিকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিক্রেতাদের এ ধরনের ওষুধ ভবিষ্যতে বিক্রি না করতে সর্তক করা হয়েছে।
ওই অভিযানে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শারমিন আরাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। জণস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেএফ