ব্র্যাক ব্যাংক ও পেনফিল্ড এর স্কুল ব্যাংকিং চুক্তি

BRAC Bank-Penfield

BRAC Bank-Penfield ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং পেনফিল্ড স্কুল সম্প্রতি স্কুল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তির আওতায় পেনফিল্ড স্কুলের ছাত্রছাত্রীরা ব্র্যাক ব্যাংকের ফিউচার স্টার এ্যাকাউন্ট খুলতে পারবে। এর ফলে শিক্ষার্থীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্কুল ফি জমাদানসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে। ব্র্যাক ব্যাংক-এর রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং পেনফিল্ড স্কুলের অধ্যক্ষ সৈয়দ পারভেজ আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাকি/