মুক্তি পেলেন বিএনপির তিন শীর্ষ নেতা

  • Emad Buppy
  • February 4, 2014
  • Comments Off on মুক্তি পেলেন বিএনপির তিন শীর্ষ নেতা
rofiqul_

maudod_rofiqul_mahbubবিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য সহ তিন শীর্ষ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া নেতারা হচ্ছেন বিএনপির এনপির স্থায়ী কমিটির সদস্য  ব্যারিস্টার মওদুদ ও রফিকুল ইসলাম মিয়া এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে মুক্তি পান ব্যারিষ্টার রফিকুল ইসলাম ও ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন। পরে  বিএনপির স্থায়ী কমিটির আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসে। কারাগার থেকে বেরিয়ে আসলে দলের নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

এর আগে তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই তিন নেতা।

গত  বছরের ৯ নভেম্বর ব্যারিষ্টার মওদুদ আহমেদ ও  রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপির শীর্ষ স্থানীয় পাঁচ নেতাকে আটক করে পুলিশ।

গত বছরের ২২ নভেম্বর রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুব হোসেনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এমআর/কেএফ