
ঘোষণার মাধ্যমে প্লেসমেন্ট শেয়ার ৩০ দিনের মধ্যে বিক্রির বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। তবে স্পন্সর শেয়ারহোল্ডার, পরিচালক এবং ৫ শতাংশের বেশি শেয়ারধারীদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ তাদেরকে ঘোষণা দেওয়ার ৩০ দিনের মধ্যই শেয়ার বিক্রি করতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়,এ নিয়মের ফলে শেয়ার বিক্রির নিষেধাজ্ঞা সংক্রান্ত সময় সীমা (লক ইন) উঠে যাবার পর প্লেসমেন্ট শেয়ারহোল্ডাররা ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করতে পারবেন।
এছাড়া কমিশনের নোটিফিকেশন নং –এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১০৩/৪৯/এডমিন/৩-৪৮ তারিখ জুলাই ২০১০ অনুসারে প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের লক ইন সময় অতিক্রান্ত হওয়ার পর ঘোষণার মাধ্যমে প্লেসমেন্ট শেয়ার ৩০ দিনের মধ্যে বিক্রির বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। তবে স্পন্সর শেয়ারহুল্ডার,পরিচালক এবং যাদের ৫ শতাংশের বেশি তারা এ নিয়মের আওতামুক্ত রাখা হয়েছে। এদিকে সাধারণ প্লেসমেন্ট শেয়ারহোল্ডারগণ কমিশনের অনুমতি নেওয়া সত্ত্বেও ৩০ দিনের মধ্যে শেয়ার বিক্রি করতে ব্যর্থ হয়েছে তাদের ক্ষেত্রেও বিক্রির আর কোন বাধা থাকল না। এ বিষয়ে একটি নোটিফিকেশন শিগগিরই জারি করা হবে।