চট্টগ্রাম বিমানবন্দর থেকে স্বর্ণের বার উদ্ধার, আটক ২

স্বর্ণের বার

স্বর্ণের বারচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আবুধাবী থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাশেদ মোহাম্মদ ও নুরুল আবসার। রাশেদ মোহাম্মদের কাছ থেকে আটক করা হয় ৬টি স্বর্ণের বার ও নুরুল আবসারের কাছ থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারি কমিশনার মশিউর রহমান অর্থসূচককে বলেন, মঙ্গলবার আবুধাবী থেকে আসা একটি ফ্লাইটের  দুইজন যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানার একটি মামলা করা হয়েছে। আটক করা স্বর্ণের বার বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।