অস্ত্রসহ শহীদ কমিশনার গ্রেপ্তার

shohid komishonar

shohid komishonarরাজধানীর গেণ্ডারিয়া এলাকার নিজ বাসা থেকে সাইদুল রহমান শহীদ অরফে আলোচিত শহীদ কমিশনারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।

উল্লেখ্য, সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট হাবীবুর রহমান মণ্ডল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি। যদিও পরবর্তীতে হাইর্কোটের আদেশে খালাস পায় শহীদ কমিশনার। তার বিরুদ্ধে সেন্টু ও শাহাদাত হত্যা মামলার কার্যক্রম উচ্চ আদালতে থেমে আছে।

কেএফ