বিয়ের জন্য প্যারোলে মুক্তি !

parole for marriage

parole for marriageখুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ডের সাজা হয়েছিল তার। মামলার সূত্রে সাথে দেখা করতে এলেন এক আইনজীবী। প্রথম দেখাতেই দুজন আদিম আকর্ষণ অনুভব করলেন একে অপরের প্রতি, অতঃপর প্রেম। কিন্তু পরিণয়ে বাধ সাধল কারাগার।

তবে দুর্বার প্রেম কি আর কারাগার মানে। আদালতে আবেদন জানিয়ে আইনজীবি প্যারোলে বের করে নিয়ে আসলেন আসামিকে। বেশ ঘটা করেই সেরে ফেললেন বিয়ে। এমন কাহিনী শুধু সিনেমাতেই দেখা যায়।  কিন্তু দক্ষিণ চেন্নাইয়ে এই ধরনের এক বিয়েতে তাজ্জব বনে গেছে গোটা ভারতবাসী। খবর ইন্ডিয়া টুডের।

আসামি বরের নাম সোমসুন্দরম। সাবেক এক এমএলকে হত্যার অভিযোগে যাবজ্জীবনের সাজা হয়েছিল তার। আর আইনজীবি পাত্রী অরুণা। রবিবার চেন্নাইয়ের এক মন্দিরে জুটি বাধলেন দুজন।

চেন্নাই পুলিশ জানায়, আসামি হিসেবে সোমসুন্দরমের পারফরম্যান্স বেশ ভাল। কারও সাতে-পাঁচে নেই, এমনকি নিয়মিত ধ্যানও করে সে। তাই বিশেষ বিবেচনায় ১০ দিনের প্যারোলে মুক্তি দেয়া হয়েছে তাকে।

অরুণার আশা, একসময় পূর্ণ মুক্তি লাভ করবেন তার স্বামী। সে সময় না হয় দুজনে মিলে শুরু করবেন নতুন সংসার।