
হিরো মটো করপোরেশন ২৫০ সিসির নতুন মটর সাইকেল বাজারে ছেড়েছে। ২০১৪ সালে নতুনভাবে তাদের কোম্পানির বাজার ধরতে এই নতুন মডেলে গাড়ি বাজারে এনেছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ মটরসাইকেলে যে পরিমাণ তেল খরচ হয় তার চারভাগের একভাগ তেল খরচ হবে এতে। এইচএক্স২৫০আর (HX250R) নামে মডেলটি বাজারে এসেছে। এতে আরও থাকবে একটি সিলিন্ডার।
আশা করা হচ্ছে গাড়িটি সর্বোচ্চ ক্ষমতা থাকবে ৩১ পিএস এবং ২৬ এনএম( চাকার ঘূর্নন ক্ষমতা)। এছাড়া আরও রয়েছে ৬ স্পিডের গিয়ারবক্স, মাল্টি সেন্সর ইলেকট্রণিক ফুয়েলিং।
প্রতিবেদনে আরও বলা হয়, হোন্ডার থেকে আলাদাভাবে এটাই প্রথম গাড়ি হিরোর।
কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, হোন্ডা সিবিআর২৫০ থেকে গাড়িটি অনেক গতি সম্পন্ন । এছাড়া হোন্ডা থেকে এটি ২৬ কেজি হালকা। ভারতীয় মুদ্রায় এর দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পড়বে বলে জানান তিনি।
এস রহমান/