
সরকারের পাঁচ সচিবের দপ্তর বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঁচ সচিবের বদলির ব্যাপারে সোমবার এক আদেশ জারি করা হয়েছে।
বদলিকৃত পাঁচ সচিব হলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মঞ্জুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমদ খানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেনকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব গোলাম রাব্বানীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে।