
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাচঁ যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। রোববার রাত ৯টায় মাশকট ও শারজাহ থেকে আসা পৃথক দুটি ফ্লাইটের পাচঁ যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. তওহিদুল রহমান, শাজাহান মিয়া, আবদুল বাতেন, জাহিদুল ইসলাম এবং আয়সুর রানা। তারা এয়ার এরাবিয়ান এবং ওমান এয়ারলাইনস বিমানে করে বাংলাদেশে পৌছায়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারি কমিশনার মশিউর রহমান অর্থসূচককে বলেন, ওমান এবং দুবাই থেকে আসা ফ্লাইট দুটির পাচঁ যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানার একটি মামলা করা হয়েছে। আটক করা স্বর্ণের বার বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।