
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টায় লেনদেন হল ২০২ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বেলা সাড়ে এগারটায় ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। আর সিএসই সার্বিক সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট।
এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৭১ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২২ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭০ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সিএসই সার্বিক সূচক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯১৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এমআরবি/