
ভালোবাসা দিবসের অ্যালবাম ইস্কাটনের চিঠি’র একটি গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী। সুমন কল্যানের সুর ও সংগীতে সেজুল হোসেন এর লেখা গানের শিরোনাম ঝড়ো-বাদল। সোমবার মগবাজারের সম্পর্ক ষ্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। সামিনা বলেন,কথাপ্রধান গান এখন আর পাওয়াই যায় না। অনেকদিন পর একটা চমৎকার গান করলাম। সেজুল এর লেখায় এই প্রথম গেয়েছি। আশা করি শ্রোতাদের মন জয় করবে গানটি।
ইস্কাটনের চিঠি অ্যালবামে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন পারভেজ,সুমন কল্যান,লুৎফর হাসান,রিংকু,কোনাল,মুহিন,লিজা,পুতুল,শিমুল খান,পাওয়ার ভয়েজ বেলী, রেজওয়ান। আটটি গানের মধ্যে পাঁচটি থাকছে দ্বৈত আর একক তিনটি। বাপ্পা মজুমদার এর গানটি ধারন শেষ হলেই অ্যালবামের কাজ সম্পন্ন হবে। আসছে ভালোবাসা দিবসের জন্য তৈরী করা এ অ্যালবামের সবকটি গান লিখেছেন সেজুল হোসেন আর সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যান।