হিলি সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় ট্যাবলেট আটক

hili

hiliবিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধীনস্থ দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরণ ডেক্সিন ট্যাবলেট উদ্ধার করেছে। চোরাচালানীকৃত এই ট্যাবলেটের মূল্য ৪২ লাখ ৩০ হাজার টাকা। তবে এ অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি হিলি আইসিপি বিওপি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হান্নান আলী জানান, চোরাকারবারীরা ট্যাবলেটগুলো হিলি সীমান্ত পথে ভারত থেকে পাচার করার পর হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের পাশ দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় হিলি আইসিপি বিওপিতে কর্তব্যরত বিজিবি বিশেষ দলের সদস্য হাবিলদার রব্বানির নেতৃত্বে অভিযান চালালে চোরাকারবারীরা ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুল মান্নান তরফদারের নিকট জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।

সাকি/