আমরা টেকনোলজির মুনাফা বেড়েছে ৬৮ শতাংশ

  • mukto rani
  • February 2, 2014
  • Comments Off on আমরা টেকনোলজির মুনাফা বেড়েছে ৬৮ শতাংশ
aamra

aamraতথ্য ও প্রযুক্তি খাতের আমরা টেকনোলজিস লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৮ শতাংশ। কোম্পানির অর্ধ-বার্ষিকী (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে ৫ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে  ৯৪ পয়সা। কোম্পানিটি আগের বছর একই সময়ে মুনাফা করেছে ৩ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস করেছে  ৫৬ পয়সা।

গত তিন (অক্টোবর-ডিসেম্বর) মাসে কোম্পানিটি মুনাফা করেছে ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস করেছে ৬৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস ৩৩ পয়সা।

 

এসএ/এমআরবি/